ছুটির ঘোষণা শুনেই বেড়ে গেল আটার দাম


ফরিদপুরে করোনাভাইরাসের প্রভাব পড়েছে আটার দামেও। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে প্রায় ১শ টাকা। সোমবার (২৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কোম্পানির আটার প্রতি বস্তা (৩৭ কেজি) দাম ছিল ৭৬০ টাকা। সন্ধ্যা ৭টার দিকে প্রতি বস্তা আটা বিক্রি হয়েছে ৮৫০ টাকা।
জানা যায়, ফরিদপুর জেলায় বিভিন্ন কোম্পানির আটার প্রতি বস্তা বিক্রি হচ্ছিল ৭৪০ টাকা থেকে ৭৬৫ টাকা পর্যন্ত। পরিবার আটা ৭৬০, ফ্রেস আটা ৭৬৫, ডলফিন আটা ৭৫০ টাকা সোমবার দুপুর পর্যন্ত বিক্রি করা হচ্ছিল। সন্ধ্যার পর থেকেই প্রতিটি কোম্পানির আটার বস্তার দাম ৮৫০ থেকে ৮৭০ টাকা বিক্রি করা হচ্ছে।
ফরিদপুরের মধুখালী উপজেলার আটা ব্যবসায়ী সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, সোমবার দুপুর পর্যন্ত আটা আগের মূল্যে বিক্রি করেছি। বিকেলে যখন মিল থেকে আটা আনতে গিয়েছি তখন দাম পড়েছে ৮৫০ টাকা। আটার দাম আরও বাড়তে পারে বলে তিনি জানান।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করায় অসাধু ব্যবসায়ীরা এ দাম বাড়িয়েছে। আমরা খুচরা ব্যবসায়ীরা কি করতে পারি?
এদিকে করোনা ভাইরাসের আতঙ্কে দ্রব্যমূল্য বৃদ্ধিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জাগো নিউজকে জানান, অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত জেলায় মোট ৬৫টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৪ লাখ ৭০ হাজার দুইশ টাকা।

এক ফরাসী, এক ইতালীয় আর এক বাঙালি ট্রেনে বসে


এক ফরাসী, এক ইতালীয় আর এক বাঙালি ট্রেনে বসে নিজেদের বিবাহিত জীবন নিয়ে গল্প করছে।
ফরাসী বলছে, 'গত রাতে আমার বউকে চারবার আদর সোহাগ করেছি। সকালে সে আমাকে চমৎকার নাস্তা বানিয়ে খাইয়েছে, আর বলেছে, আমার মতো পুরুষ সে আগে কখনো দেখেনি।'
ইতালীয় বলছে, 'গত রাতে আমার বউকে ছয়বার আদর সোহাগ করেছি। সকালে সে আমাকে চমৎকার নাস্তা বানিয়ে খাইয়েছে, আর বলেছে, আমার মতো পুরুষ সে আগে কখনো দেখেনি।'
বাঙালি চুপ করে আছে দেখে ফরাসী তাকে প্রশ্ন করলো, 'তা তুমি গত রাতে তোমার বউকে ক'বার আদর সোহাগ করেছো?
বাঙালি বললো, 'একবার।'
ইতালীয় মুচকি হেসে বললো, 'তোমার বউ সকালে তোমাকে কী বললো?'
'ওগো, থামো, আর না ...।'
প্রেমিকা ও স্ত্রীর মধ্যে পার্থক্য কী?
এক পড়ন্ত বিকেলে দুই বন্ধু রাস্তার পাশে বসে গল্প করছে-
১ম বন্ধু: প্রথম দিকে রুপা আমার প্রেমিকা ছিল। তখন আমি বলতাম আর ও বিভোর হয়ে শুনত।
২য় বন্ধু: এরপর।
১ম বন্ধু: আমাদের এনগেজমেন্ট হলো। তখন থেকে তার বলা শুরু আর আমি হয়ে যাই শ্রোতা।
২য় বন্ধু: এখন?
১ম বন্ধু: সে আমার স্ত্রী। এখন আমাদের দু’জনের মুখই খোলা, শোনে পুরো মহল্লাবাসী।
****
নারীদের বেশি বলা দুটি বাক্য
জনৈক সেলসম্যানের দৃষ্টিতে জামা-কাপড় কিনতে যাওয়া নারীদের সবচেয়ে বেশি আওড়ানো দুটি বাক্য-
১. একই রঙের অন্য ডিজাইন দেখান...
২. একই ডিজাইনে অন্য রঙের দেখান...
****
সিগারেট খাওয়ার অফার
চেইন স্মোকার মতিনের ব্যাংক ক্যাশিয়ার পদে চাকরি হয়ে গেল। যোগদানের দিন ব্যাংক ম্যানেজার নবাগত ক্যাশিয়ারকে পেশাগত নানা টিপস দিতে গিয়ে প্রশ্ন করলেন-
ম্যানেজার: বান্ডিল আর প্যাকেটের পার্থক্য বোঝেন তো?
মতিন: জ্বি স্যার! প্যাকেট হয় সিগারেটের আর বান্ডিল হয় বিড়ির!
ম্যানেজার: আর এটাকে বলে ম্যাচ বাক্স! ঠিক?
মতিন: স্যার! আমি আসলে বুঝতে পারছি না আপনি কী বোঝাতে চাইছেন! আপনি কি আমাকে সিগারেট খাওয়ার অফার দিচ্ছেন..

যেসব সিনেমা প্রতিকূল পরিবেশে টিকে থাকার গল্প নিয়ে

বারবার সতর্ক করা হচ্ছে, বাড়িতে থাকুন। বিনা কাজে, খুব জরুরি না হলে বাড়ির বাইরে বের হবেন না। সেটা কেবল ভাইরাস সংক্রমিত না হওয়ার জন্য। সময়টা ঘরে থাকার, মনকে শক্ত রাখার। এই শক্ত থাকার চেষ্টাকে কিছুটা শাণিত করবে কয়েকটি সিনেমা।

শুরুতেই ধরা যাক ‘ক্যাস্ট অ্যাওয়ে’র কথা। লোকটার তো মরেই যাওয়ার কথা ছিল। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ভীষণ কঠিন। তবু কিছু অলৌকিক ঘটনা পৃথিবীতেই ঘটে। সে রকমই ঘটেছিল চাক নোল্যান্ড নামের মার্কিন এক কুরিয়ার সার্ভিস কোম্পানির প্রতিনিধির জীবনে। নতুন একটা জীবন পেলে সেটাকে আঁকড়ে ধরতে কিনা করে মানুষ। রবিনসন ক্রুসোর মতো একটা নির্জন দ্বীপে দীর্ঘদিন নিঃসঙ্গ কাটাতে হয়েছিল নোল্যান্ডকে।
করোনাভাইরাসের এই দিনগুলোতে আমাদের প্রত্যেকের ‘ক্যাস্ট অ্যাওয়ে’ সিনেমার নোল্যান্ড হয়ে যেতে হবে, যদি বাঁচতে হয়। কপাল ভালো হলে নোল্যান্ডের মতো নিঃসঙ্গ দ্বীপ থেকে আবার ফিরতে পারব সঙ্গী–সাথি পরিবেষ্টিত জীবনে। আজকের সিনেমাগুলো টিকে থাকার গল্প নিয়ে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয় ১৯৯৩ সালের ছবি ‘অ্যালাইভ’, ২০১২ সালের ‘কন–টিকি’ এবং ২০১০ সালের ছবি ‘১২৭ আওয়ার্স’। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার কাহিনি নিয়ে এ সিনেমাগুলো হয়তো আমাদের মনোবল খানিকটা বাড়িয়ে দিতে পারে। আতঙ্ক থেকে দিতে পারে খানিকটা স্বস্তি। স্বস্তির সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে, আমাদের থাকতে হচ্ছে না বরফ আচ্ছাদিত কোনো অচেনা জায়গায় বা কোনো জঙ্গলে খাদ্যহীন।
বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে ২০১৫ সালে নির্মিত হয় সিনেমা ‘দ্য মার্টেইন’ এবং ২০০৭ সালে ‘আই অ্যাম লিজেন্ড’। যে সিনেমাগুলোর কথা বলা হলো, এগুলোর কেন্দ্রীয় চরিত্রগুলোর কেউ জঙ্গলে, কেউ মঙ্গলে, কেউ বরফের দেশে, আবার কেউ সাগরের জলে লড়াই করে টিকেছে। এই ছবিগুলো নিঃসন্দেহে মানুষের আত্মবিশ্বাসকে উজ্জীবিত করতে সাহায্য করবে। বাড়ির এফটিপি সার্ভার বা সিনেমার ওয়েব সাইটগুলোতে বিনা মূল্যেই সিনেমাগুলো দেখে নিতে পারবেন যে কেউ। এ ছাড়া রয়েছে নেটফ্লিক্সের মতো অনলাইন প্ল্যাটফর্ম। আর সেসব জায়গা থেকে সংগ্রহ করতে না পারলে শেষ পর্যন্ত আছে বৈধ ডাউনলোডার!
ওপরের ছবিগুলো দেখা হয়ে গেলে দেখে নেওয়া যেতে পারে ‘এইট বিলো’, ‘টাচিং দ্য ভয়েড’, ‘আর্কটিক’, ‘দ্য রেভন্যান্ট’, ‘ইন দ্য হার্ট অব দ্য সি’, ‘ট্র্যাপড’ ছবিগুলো। এ রকম ছবি কিন্তু আরও আছে। আপাতত এ কয়েকটি দেখুন আর প্রার্থনা করুন, করোনা যেন করুণা করে হলেও মুক্তি দেয় মানবজাতিকে।


টানা ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা

করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর মধ্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ও পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হবে। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এ ছুটির সঙ্গে যোগ হবে।


তবে এ ছুটি কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার জন্য প্রযোজ্য হবে না। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী নিয়োজিত হবে।
সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আজ সোমবার এ ধরনের মোট ১০টি সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব জানান, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে তাঁদের পৃথকভাবে বৈঠক হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ দফার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১০ সিদ্ধান্তের মধ্য রয়েছে গণপরিবহন চলাচল সীমিত রাখা, সব রকম সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগমে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের কোনো ব্যক্তি শহরে জীবনযাপনে অক্ষম হলে সরকার তাঁকে ঘরে ফেরা কর্মসূচির অধীনে নিজ গ্রাম বা ঘরে প্রয়োজনীয় সহায়তা দেবে। এ বিষয়ে জেলা প্রশাসকেরা ব্যবস্থা নেবেন।

নিজ চরকায় তেল দাও—হাফিজকে পাকিস্তানের বোর্ডের সিইও



স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ শারজিল খানকে আবার ক্রিকেটে ফেরানো পিসিবির উচিত হয়েছে কি না, এ নিয়ে মন্তব্য করেছিলেন মোহাম্মদ হাফিজ।

নীতিগত দিক থেকে ভাবলে হয়তো মোহাম্মদ হাফিজের প্রশ্ন তোলাটা যৌক্তিকই। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে ব্যাপারে অনুমতি দিয়ে রেখেছে, পিসিবিরই চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার হয়ে সেটি নিয়ে প্রশ্ন তোলা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। সে কারণেই পিসিবির রোষের মুখে হাফিজ।
স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ শারজিল খানকে আবার যেভাবে ক্রিকেটে ফিরিয়েছে পিসিবি, সেটি পছন্দ হয়নি হাফিজের। তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তান অলরাউন্ডার। কিন্তু হাফিজের ওভাবে প্রশ্ন তোলা আবার পছন্দ হয়নি পিসিবির। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম খান তাই হাফিজকে বলছেন, নিজের চরকায় তেল দাও, মনোযোগ দাও নিজের খেলায়।
২০১৭ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের দায়ে শারজিল খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি। কিন্তু গত বছরের আগস্টে শারজিল ‘শর্তহীন ক্ষমা প্রার্থনা’ করায় পিসিবি এই ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের শাস্তি স্থগিত করে। এবারের পিএসএলে করাচি কিংস তাঁকে কিনে নেয়। ব্যাট হাতে অবশ্য খুব একটা ভালো করেননি শারজিল, ১০ ম্যাচে করেছেন ১৯৯ রান। সর্বশেষ তিন ইনিংসের দুটিতে অবশ্য দারুণ ব্যাটিং করেছেন। একটিতে ৭৪, অন্যটিতে ১৪ বলে ৩৭। তাতেই এরই মধ্যে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দলে তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।
এ নিয়েই আপত্তি হাফিজের। টুইটারে এক ভক্তের প্রশ্নে তাঁর জবাব বুঝিয়ে দিল, শারজিল পাকিস্তান দলে ফিরলে খুশি হবেন না হাফিজ।
শারজিলকে এত দ্রুত পাকিস্তান দলে কেন নেওয়া উচিত হবে না, তা বোঝাতে কদিন আগে পাকিস্তানের বোলিং কোচ ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনুস বলেছিলেন, ‘এক-দুটি ইনিংস দিয়ে শারজিলকে বিবেচনা করা যাবে না। ওর ফিটনেসে অনেক উন্নতি করতে হবে। না হলে অস্ট্রেলিয়ায় ওকে মাঠের কোন জায়গায় লুকাব?’
এ নিয়েই এক ভক্ত টুইটারে হাফিজকে প্রশ্ন করেন, ‘শারজিলের ব্যাপারে ওয়াকারের মন্তব্যে আপনি একমত? নাকি আপনার মনে হয় (শারজিলের মতো) ভালো দক্ষতা আছে কিন্তু ফিটনেস কম এমন খেলোয়াড়কে নেওয়া যায়?’ জবাবে হাফিজ লিখেছেন, ‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এরকম ‘দারুণ প্রতিভা’র চেয়ে আমাদের মর্যাদা ও গর্বের সীমাটা আরও উঁচুতে বাঁধা উচিত নয় কি?’’
ইঙ্গিত পরিষ্কার, শারজিল যতই প্রতিভাবান হোন, এমন একজনকে দলে দেখতে চান না হাফিজ। কিন্তু তাঁর এমন মন্তব্য খেপিয়েছে পিসিবির সিইও ওয়াসিমকে। হাফিজকে বলেছেন, ‘নিজের খেলায় মনোযোগ দাও।’
ক্রিকইনফোতে ওয়াসিম বলেছেন, ‘এখনো খেলছেন এমন খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য খেলোয়াড়দের সমালোচনা করা, বা ক্রিকেট বোর্ডের কোনো কাজ ঠিক কি ভুল, কাজটা করা উচিত হয়েছে কি হয়নি এসব ব্যাপারে মন্তব্য করা উচিত নয়। বিশ্ব ক্রিকেট নিয়ে, ক্রিকেট খেলাটা নিয়ে তাঁদের মনের সব কথাই বলতে পারেন। কিন্তু খেলোয়াড় বা বোর্ডের ভুল-শুদ্ধের ব্যাপারগুলো নিয়ে কথা বলার কাজটা বোর্ডের হাতেই ছেড়ে দেওয়া উচিত।’
হাফিজের সঙ্গে তিনি নিজেই এ নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন ওয়াসিম।

সাঙ্গাকারাও স্বেচ্ছা কোয়ারেন্টিনে

সাঙ্গাকারাও স্বেচ্ছা কোয়ারেন্টিনে



স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেলেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটিং গ্রেট আজ জানিয়েছেন শ্রীলঙ্কা সরকারের সতর্কতাবিধি মেনেই তিনি কলম্বোতে নিজ বাড়িতে ‘বন্দী’ হয়েছেন।
গত সপ্তাহেই লন্ডন থেকে এসেছেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বর্তমান সভাপতি সাঙ্গাকারা। শ্রীলঙ্কা সরকার নির্দেশ দিয়েছেন এ সময়ে যারা দেশের বাইরে থেকে দ্বীপরাষ্ট্রটিতে ফিরেছেন কিন্তু কোনো ডাক্তারিপরীক্ষা করাননি তাঁদের সবাইকে পুলিশের খাতায় নাম নিবন্ধন করিয়ে স্বেচ্ছা কোয়ারেন্টিনে যেতে হবে।
আজ নিউজ ফার্স্ট ওয়েবসাইটকে সাঙ্গাকারা জানালেন সরকারের নির্দেশনা মেনেই স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেছেন তিনি, ‘আমার কোনো উপসর্গ কিংবা ও রকম কিছু নেই। তবু সরকারের নির্দেশনা মেনে চলছি। আমি এক সপ্তাহ আগে লন্ডন থেকে ফিরেছি। একটি খবরে বলতে শুনলাম যারা ১ থেকে ১৫ মার্চের মধ্যে শ্রীলঙ্কায় এসেছে তাঁদের পুলিশ খাতায় নাম নিবন্ধন করতে হবে ও স্বেচ্ছা কোয়ারেন্টিনে যেতে হবে। এরপরই আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করে নাম লিখিয়েছি।’
শুধু স্বেচ্ছা কোয়ারেন্টিনে গিয়েই নিজের দায়িত্ব সারেননি সাঙ্গাকারা। সাবেক সতীর্থ মাহেলা জয়াবর্ধনের মতো টুইটার-ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শ্রীলঙ্কার জনগণকে ভয় পেতে বারণ করেছেন। তাঁদের নিয়ম মেনে ব্যায়ামও করতে বলেছেন শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই দুই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কায় গত সন্ধ্যা পর্যন্ত ৭২ জন আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
সাঙ্গাকারার মতো স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিও। ইংলিশ কাউন্টি দল সাসেক্সের কোচ অস্ট্রেলিয়ায় ফিরে গৃহবন্দী হয়েছেন। কদিন আগে নিজের দলকে নিয়ে প্রাক মৌসুম সফরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন গিলেস্পি। করোনাভাইরাসের কারণে সফর সংক্ষিপ্ত করেই দেশে ফিরে গেছে সাসেক্স।

একেবারেই টাকলু হয়ে যাইনি



একেবারেই টাকলু হয়ে যাইনি

বস: কী ব্যাপার! আপনি এতক্ষণ কোথায় ছিলেন?
কর্মী: চুল কাটাতে গিয়েছিলাম।
বস: কি! আপনি অফিস টাইমে চুল কাটাতে গিয়েছিলেন?
কর্মী: তাতে কী হয়েছে? চুলটাও তো অফিস টাইমে বড় হয়েছিল।
বস: সেটা তো বাড়ি থাকাকালীনও বড় হয়েছে।
কর্মী: তাই বলেই তো একেবারেই টাকলু হয়ে যাইনি। যতটুকু অফিসে বড়ো হয়েছিল ততটুকু কেটেছি!



সে আমাকেও দেখতে এসেছিল

নায়ক সালমান খান মেয়ে দেখতে গেছে। মেয়ের মা তাকে দেখে বেহুঁশ হয়ে গেল। হুশ ফিরে আসার পর সবাই তাকে জিজ্ঞেস করল-
সবাই : বেহুশ হলে কেন?
মেয়ের মা : ২০ বছর আগে সে আমাকেও দেখতে এসেছিল।

How to activate windows 10 || Full activation instruction









1. Click Right Button on Microsoft Toolkit 2. Click on Run As Administrator 3. Clik Yes 4. Click Windows logo Beside Settings 5. Click Activation 6. Click Install 7. Click EZ-Activator 8. Click Activate Please Visit my Channel For more latest Videos https://www.youtube.com/jacitv

ছেলেকে ১০ কেজি পেঁয়াজ দিতে হবে



১৯৯০ সাল।
ছেলে বিয়েতে যৌতুক হিসেবে সাইকেল চাইত।
২০০০ সাল।
ছেলে বিয়েতে যৌতুক হিসেবে মোটরসাইকেল চাইত।
.
.
.
২০৩০ সাল।
ঘটক আর মেয়ের বাবার মধ্যে কথাবার্তা হচ্ছে।
‘ছেলেপক্ষের একটা আবদার আছে…’
মেয়ের বাবা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন।
‘ছেলেকে ১০ কেজি পেঁয়াজ দিতে হবে। ছেলের অনেকদিনের শখ।’
‘১০ কেজি?’ মেয়ের বাবা আকাশ থেকে পড়লেন।
‘একটু কমানো যায় না? দরকার হলে আমাদের একটা টয়োটা করলা দিয়ে দিলাম।’ মেয়ের বাবা মিন মিন করে বলল।
‘নাহ ভাই। বললাম না ছেলের অনেক দিনের শখ।’
মেয়ের বাবা নিমরাজী হলেন। কপালে দুশ্চিন্তার ভাঁজ।
বিয়ের দিন।
কাজী বিয়ে পড়াতে শুরু করতেই ছেলের বাবা উঠে দাঁড়ালেন।
‘দাঁড়ান কাজী সাহেব। আগে পেঁয়াজ বুঝে নিই। পরে বিয়ে।’
সবাই থমকে গেল। একে অপরের দিকে তাকাচ্ছে সবাই।
মেয়ের বাবা ঘর হতে একটা বাজারের ব্যাগ নিয়ে আসলেন।
‘ভাইসাহেব, এইখানে ৮ কেজি পেঁয়াজ আছে। বাকীটা আগামী সপ্তাহেই দিয়ে আসব।’
ছেলের বাবা রাগী ভঙ্গিতে তাকালেন। [ব্যাকগ্রাউন্ডে তখন ঝড়ের মিউজিক]
‘নাহ। এই বিয়ে হবে না। আরো দুই কেজি পেঁয়াজ ছাড়া এই বিয়ে সম্ভব না।’ বলেই ছেলের বাবা মেয়েদের সাততলা বাড়ি থেকে নেমে যেতে উদ্যত হলেন। ‘চলে আয় কুদ্দুস। এই বিয়ে হবে না।’
অন্দরমহলে কান্নার আওয়াজ।
মেয়ে এসে দাঁড়াল ঘরে। চোখে জল।
‘চৌধুরী সাহেব, পেঁয়াজের লোভে মানুষকে আর মানুষ মনে হয় না? মনে রাখবেন পেঁয়াজ থাকলেই বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে দরকার সুন্দর একটা ফেইসবুক একাউন্ট। যা আপনাদের নেই। চলে যান। আমি এখুনি স্ট্যাটাস দিচ্ছি।’
কুদ্দুস উঠে দাঁড়াল। তার চোখ খুলে গেছে। এই মেয়ে আবার তার ফেসবুক ফ্রেন্ড। ফেসবুকে স্ট্যাটাস দিলে কেলেঙ্কারি হয়ে যাবে। ‘না বাবা। এই বিয়ে হবেই। পেঁয়াজ তোমাকে অন্ধ করে দিয়েছে বাবা।’
অবশেষে বিয়ের সানাই। আকাশে তারাবাত্তি।

ফ্রি তে ডাউনলোড করুন বিজয় বায়ান্নো সফটওয়্যার