নেতা মাশরাফিকে পেয়ে খুশি নির্বাচকেরা


দুপুরে হঠাৎ দর্শকদের উল্লাস! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষে সীমানা দড়ির পাশ দিয়ে হেঁটে ফিরছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে দেখে দর্শকদের সে কী উচ্ছ্বাস!
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফিকে পেয়ে খুশি নির্বাচকেরাও। আজ ১৫ সদস্যের যে ওয়ানডে দল দিয়েছে বিসিবি, সেটিতে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের ফেরা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘মাশরাফিকে ফিরে পাওয়াটা দারুণ ব্যাপার। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের ওয়ানডে দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল মাশরাফির। কিন্তু আচমকা চোটে ছিটকে পড়েন অধিনায়ক। মাশরাফিবিহীন দল শ্রীলঙ্কায় ভালো করেনি। লাসিথ মালিঙ্গার বিদায়ী সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছিল লঙ্কানরা। এরপর বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি নিয়েই ব্যস্ত থাকায় আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। অবশেষে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলে দেখা যাবে তাঁকে। ওদিকে নির্বাচক ও বোর্ড সভাপতি যে ইঙ্গিত দিয়েছেন, তাতে অধিনায়ক হিসেবে ওয়ানডে দলে মাশরাফিকে এবারই শেষবারের মতো দেখার সম্ভাবনা আছে।
বিশ্বকাপের পর লম্বা বিরতিতে দলে ফিরলেন মাশরাফি। বিপিএলের পর কোনো খেলায় ছিলেন না। কদিন আগে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছিলেন। দুদিন হলো বোলিংও শুরু করেছেন। আজ যেমন ওটিস গিবসনের তত্ত্বাবধানে ইনডোরের নেটে ৬ ওভার বোলিং করলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। মাশরাফির সঙ্গে লম্বা বিরতিতে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনও। মিনহাজুল বলছেন, ‘দলের ভারসাম্য আনতে সাইফউদ্দিনের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।’
ওয়ানডে দলে নতুন করে সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ৭১ রান করা নাজমুল হোসেন। প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম। তিন তরুণ ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে শান্তর (নাজমুল) বর্তমান ফর্মই দলে সুযোগ করে দিয়েছে। সংক্ষিপ্ত সংস্করণে নাঈম আর আফিফকে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে।’
টেস্ট খেলতে খেলতে ওয়ানডে দলে জায়গা পেয়ে নাজমুল ভীষণ খুশি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান বললেন, ‘আমি মাত্রই শুনলাম খবরটা। অবশ্যই ভালো লাগছে। যদি সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করব।’