সাধু বাবার খপ্পরে

 


এক সাধু বাবা এক পার্টিতে পৌঁছতেই তাঁকে নিয়ে সবাই হাসিঠাট্টা শুরু করল।

সাধু : আমি সাধুসন্ত মানুষ। আমার সঙ্গে যদি এ রকম ঠাট্টা-তামাশা করিস, তাহলে আমার অভিশাপে তোরা সব অন্ধ-খোঁড়া-লুলা হয়ে যাবি বদমাইশের দল।

সবাই আরো জোরে জোরে হাসতে শুরু করল।

একটু পরেই দেখা গেল কেউ আর চোখে দেখতে পাচ্ছে না। সবাই সাধু বাবার পায়ে গিয়ে পড়ল। বলতে লাগল, ‘বাবা, আমরা পাপী, আমরা অবুঝ, আমাদের ক্ষমা করো বাবা।’

সাধু বাবা তখন তাঁর জুতা খুলে সবাইকে মারা শুরু করল, আর বলতে লাগল, ‘শালা, ইলেকট্রিসিটি চলে গেছে। কেউ গিয়ে জেনারেটর অন কর বেক্কলের দল। আমিও কিছু দেখতে পাচ্ছি না।’

 

আজকের জোকস : কোন মশা কেমন আচরণ করে?

 

কোন মশা কেমন আচরণ করে?
শিক্ষক: বলো তো মশা কয় প্রকার?
ছাত্র: মশা আট প্রকার। যথা-
১. যে মশা গায়ে বসামাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে।
২. যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে।
৩. যে মশা নাকের ভেতর ঢুকে কামড়ায় তাকে নমরুদী মশা বলে।
৪. যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগসন্ধানী মশা বলে।
৫. যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে।
৬. যে মশাকে থাপ্পর দিলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট মশা বলে।
৭. যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে।
৮. যে মশা মশারির ভেতর ঢুকে কামড়ায় তাকে মূর্খমশা বলে।

****